অমিতাভ দাসগুপ্ত

তিনি অবিভক্ত বাংলার ফরিদপুরে জন্মগ্রহণ করেন। ফরিদপুরের ঈশান স্কুলে তাঁর শিক্ষা জীবন শুরু। ১৯৪৪ সালে তিনি কলকাতার টাউন স্কুলে ভর্তি হন ও ১৯৫৩ সালে তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে আই.এ. পাশ করেন। সিটি কলেজ থেকে শিক্ষা সম্পন্ন করার পরে তিনি রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে শিক্ষক হিসাবে কাজে যোগ দেন। ১৯৫৭ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. পাশ করেন। তিনি জলপাইগুড়িতে আনন্দচন্দ্র কলেজে অধ্যাপনাও করেছেন। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদেও তিনি নিযুক্ত ছিলেন বহুদিন।

শুনুন কমরেডস - অমিতাভ দাশগুপ্ত।

শুনুন কমরেডস – অমিতাভ দাশগুপ্ত।

সব সময় বিপ্লবের কথা না ব’লেযদি মাঝে মাঝে প্রেমের কথা বলি—. আমাকে ক্ষমা করবেন, কমরেডস।সব…

সম্পুর্ণ পড়ুন শুনুন কমরেডস – অমিতাভ দাশগুপ্ত।